বাংলাধারা প্রতিবেদন »
নগরীর হালিশহরের পশ্চিম রামপুরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক স্কুলছাত্রী মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী পশ্চিম রামপুরা মকবুল আহমেদ বাড়ি এলাকার হাবিবুর রহমানের মেয়ে আফসানা জাহান তাসমি (১৬)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফসানা জাহান তাসমি আহত হয়। আহত অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি