বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৭ মামলার আসামী ও তার অপর এক সহযোগীকে ১,৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত ২৭ আগস্ট বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল স্থানে চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কায়েস উদ্দিন অপু (৩১) ও মোঃ খোরশেদ খান (৩০)কে ১,৮৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব-৭। উদ্ধারকৃত মাদকের মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
মোঃ কায়েস উদ্দিন অপু নগরীর হালিশহর থানাধীন সবুজবাগ এলাকার মোঃ কবির আহাম্মদের ছেলে এবং মোঃ খোরশেদ খান ওই একই এলাকার পিতা-মৃত মোহাম্মদ মিয়া খানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে।
উল্লেখ্য, আসামী মোঃ কায়েস উদ্দিন অপু (৩১) এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হত্যা, অস্ত্র, ডাকাতী সহ ৭ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস