ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

হালিশহরে স্ত্রীর গলা কেটে পালাল স্বামী

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর হালিশহরে স্ত্রী রাবেয়া আক্তারের (২২) গলা কেটে পালিয়ে গেল স্বামী মোহাম্মদ জামিল (৩০)।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফইল্যাতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের অভিযোগ, স্বামী মোহাম্মদ জামিল তার স্ত্রী রাবেয়া আক্তারকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে গেছে। নিহত রাবেয়া আক্তারের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায়। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

হালিশহর থানার উপ-পরিদর্শক মো. রহুল আমিন সাংবাদিকদের বলেন, নিহতের পরিবার এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি জামিল ও রাবেয়া এখানে একটি কক্ষে ভাড়া থাকতেন। পাশেই রাবেয়ার বাবা থাকতেন। জামিল তেমন কোনো কাজকর্ম করতেন না। এই জন্য রাবেয়ার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে আজ রাবেয়াকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান জামিল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত রাবেয়ার বাবা মানিক মিয়া বলেন, সন্ধ্যার দিকে জামাইর জন্য দোকান থেকে নাস্তা আনতে যায়। নাস্তা আনার ১০ মিনিট পর ঘরের বাইরে এসে বাবা বাবা বলে চিৎকার করে মাটিতে পড়ে যায়। তখন দৌঁড়ে গিয়ে দেখি তার গলা কাটা। ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন