চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১০টা থেকে ৩ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গেফতারী পরোয়ানা ছিলো বলে জানিয়েছে হালিশহর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মিনা বেগম, মোঃ আব্দুল মান্নান, মোঃ সাহাব উদ্দিন, মোঃ আবদুল জব্বার লিটন, মোঃ ইসহাক, মোঃ ইব্রাহিম, মোঃ সুমন, মোঃ জামাল।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, হালিশহর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই ধীমান মজুমদার, এসআই রুহুল আমিন, এএসআই হেলাল উদ্দিন, এএসআই মিনহাজ আহম্মেদ, এএসআই কৌশিক চৌধুরী, এএসআই সঞ্জয় মালাকারের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর থানা ও আশেপাশের থানা এলাকায় টানা অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত পলাতক ৮ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।