বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের হিযবুত তাহরীর’র সংগঠক ও সাবেক শিবির নেতা আব্দুল্লাহ আল মাহফুজকে (৩০) আরো ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহান এই আদেশ দিয়েছেন। তিন দিনের রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমদ জানান, তিনদিনের রিমান্ড শেষে মাহফুজকে আদালতে তোলা হয়েছে। তার আরো ১০দিনের রিমান্ড আবেদন করে মামলার তদারক কর্মকর্তা। শুনানির পর আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে শুক্রবার (২২ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযা চালিয়ে হিযবুত তাহরীরের চট্টগ্রাম মহানগরীর প্রধান (আঞ্চলিক কমান্ডার) আবুল মোহাম্মদ এরশাদুল আলম, আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইসমাইল (২৫), নাসিরুদ্দিন চৌধুরী (২৯), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মোহাম্মাদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিমুদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪), ফারহান বিন ফরিদ (২৩) এবং মো. সম্রাট (২২)কে গ্রেফতার করা হয়।
এরপর শনিবার (২৩ নভেম্বর) হিজবুত তাহরীরের গ্রেফতার ১৫ সদস্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেহ মো. নোমান। এদের মধ্যে হিজবুতের চট্টগ্রাম মহানগর শাখার প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমকে পাঁচদিন এবং ১৪ জনকে তিনদিন করে রিমান্ড দেয়া হয়েছিল।
বাংলাধারা/এফএস/টিএম