চবি প্রতিনিধি »
হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রফিকুল ইসলাম ফাহিম মারা গেছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জে নিজ গ্রামে তিনি মারা যান।
ওই ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ফাহিমের হঠাৎ বুকে ব্যথা উঠে। তখন পরিবারের সদস্যরা তাকে দ্রুত লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে ফাহিমের জানাজা সম্পন্ন হয়েছে।
রফিকুল ইসলাম ফাহিম কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজের সাবেক ছাত্র ছিলেন। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর ছেনুয়া গ্রামে।
বাংলাধারা/এআই