ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

হেফাজতের ডাকা হরতালে বিন্দুমাত্র প্রভাব পড়েনি চট্টগ্রাম শহরে

মোহাম্মদ সৈকত »

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে বিন্দুমাত্র প্রভাব পড়েনি চট্টগ্রাম মহানগরে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি থাকলেও হরতাল আহ্বানকারীদের কোন তৎপরতা দেখা যায়নি। তবে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট মার্কেটগুলো খোলা থাকলেও সড়কে সাধারণ মানুষজনের উপস্থিতি তুলনামূলক কিছুটা কম ছিল। দুপুর ১২টার পর থেকে সব কিছুই আগের মতো স্বাভাবিক।

নগরীর অলংকার, নয়াবাজার , বড়পোল, আগ্রাবাদ, দেওয়ান হাট , ওয়াসা, জিইসি , বহাদ্দারহাট প্রভৃতি মোড় ঘুরে দেখা যায় যান চলাচল স্বাভাবিক রয়েছে । অফিস-আদালতের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে ।

নগরীর দেওয়ানহাট মোড়ে টেম্পু ড্রাইভার জলিল বাংলাধারাকে জানান, এই সব হরতাল আমরা মানি না। করোনা মহামারীর কারণে এমনিতেই পকেটের অবস্থা ভালো না । এখন যদি গাড়ি বের না করি তাহলে না খেয়ে মরতে হবে ।

এদিকে আগ্রাবাদ মোড়ে একজন ব্যাংক কর্মকর্তা বাংলাধারাকে জানান , বিশ্বব্যাপী করোনা মহামারীর অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশে খুব ভাল্ভাবে পরেছে । এই অবস্থায় হরতালের মত একটি হঠকারি পদক্ষেপ মানুষের জন্য ভাল কিছু বয়ে আনতে পারে না ।

এদিকে হেফাজতে ইসলামের কোন অবস্থান না দেখা গেলেও মাঠে রয়েছে আওয়ামীলীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ , ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন । তারা হরতাল বিরোধী স্লোগান দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে ।

অন্যদিকে হাটহাজারী মাদ্রাসার সামনে হেফাজত কর্মীদের অবস্থান মাঝখানে পুলিশ ও অপরপ্রান্তে বাসস্ট্যান্ডে ছাত্রলীগ-যুবলীগের অবস্থান রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন