ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

হেফাজতের তাণ্ডবে বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়া !

বাংলাধারা প্রতিবেদক »

হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীদের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সব সরকারি অফিস ও এলাকা। চালানো হয়েছে ভাঙচুর, দেয়া হয়েছে অগ্নিসংযোগ। পুুড়িয়ে দেয়া হয়েছে ৩০টির বেশি গাড়ি।

এছাড়া ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আন্তঃনগর রেলের যাত্রাবিরতী স্থগতি করা হয়েছে অনিদিষ্ট কালের জন্য।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মীরা তাণ্ডব চালায়। দফায় দফায় হামলা চালানো হয় সরকারি বিভিন্ন স্থাপনায়। জেলা পরিষদ ও ডাক বাংলোয় ভাঙচুরের পর দেয়া হয় আগুন। বাংলোর লোকজন পালিয়ে বাঁচলেও পুড়ে যায় সব কক্ষ।

ভাঙচুর ও অগ্নিসংযোগে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় স্টেশনটিতে ট্রেনের যাত্রা বিরতী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ে ভাঙচুরের পর পুড়িয়ে দেয়া হয়েছে সেখানকার ১৪টি গাড়ি। এসময় পাশের বাড়িতে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে।

এছাড়া সার্কিট হাউজেও ভাঙচুর করে সেখানকার ১১টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কাউখালী এলাকায়ও সব সরকারি অফিসে তাণ্ডব চালানো হয়। ভাঙচুর ও গাড়ি ভাঙচুর করা হয় মৎস ভবনেও।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। পুলিশের যেসব স্থাপনায় তাণ্ডব চালানো হয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করছি। এছাড়া, পুলিশের সাথে দিয়েছে বিজিবিও।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ