ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

হোটেল টাওয়ার ইন’র জানালা ভেঙে অতিথির মোবাইল চুরি

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর জুবলি রোড এলাকার হোটেল টাওয়ার ইনের একটি কক্ষের জানালার কাঁচ ভেঙে অতিথির মোবাইল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) ভোরে হোটেলটির পঞ্চম তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তৌফিকু আহমেদ ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’র সার্কুলেশন বিভাগে কর্মরত; তিনি বলেন, অফিসের কাজে আমি চট্টগ্রামে আসি। শুক্রবার দুপুরে হোটেলের ৫০৬ নম্বর কক্ষে উঠি। কাজ সেরে রাত ১টার কক্ষে ঢুকে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি জানালার কাঁচ ভাঙা। আমার মোবাইল ফোনটি উধাও।’

তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ নিচ্ছে না। তারা শুধু দুঃখ প্রকাশ করেছে। একটি আবাসিক হোটেলের এমন পরিস্থিতি নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসে। হোটেলের সহকারী ব্যবস্থাপক রাজীব চক্রবর্তী উল্টো খারাপ ব্যবহার করেছেন। তারা আইনি পদক্ষেপ না নেওয়ায় আমি কোতোয়ালী থানায় জিডি করেছি।

নগরীর জুবলি রোডে অবস্থিত হোটেল টাওয়ার ইন তিন তারকা মানের হোটেল। এখানে প্রায় ১১০টি কক্ষ আছে। এছাড়া রেঁস্তোরা ও বারও আছে। এই হোটেলে আগে ক্রিকেটাররা অবস্থান করতেন। গত মাসে ক্রিকেটার তামিম ইকবালও আলোচিত সংবাদ সম্মেলন এ হোটেলে করেছিলেন।

হোটেল টাওয়ার ইনের জেনারেল ম্যানেজার আবদুল বারী বলেন, এ বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আরও পড়ুন