বাংলাধারা ডেস্ক »
বাঁশখালী শিশু ধর্ষনের অভিযোগে ১১ মাস পর অভিযুক্ত মোঃ রশিদ আহাম্মদ (৫৫) কে র্যাব ৭ নগরী খুলশী থেকে আটক করে। গতবছর ২১ জুলাই বাঁশখালী থানাধীন বাহারছড়া এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত রশিদ।
ঘটনার ব্যাপারে শিশুটির মা জানান,বেশ কিছুক্ষন মেয়েকে আশেপাশে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। এক পর্যায়ে শিশুটিকে রশিদ আহাম্মদের বসত ঘরের দরজায় কান্নাকাটি করতে দেখে। ততক্ষণে অভিযুক্ত রশিদ পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/৩), এর ৯(১), ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করে যার নং-২৮, তারিখ-২০/০৭/২০২১ খ্রি.।
র্যাব ৭ জানায়, অভিযুক্ত রশিদকে আটকের জন্য র্যাব দীর্ঘদিন নজরদারি চালাচ্ছিলো। অবশেষে পূর্ব নাসিরাবাদ এলাকার তুলাতুলিতে রশিদের অবস্থান জানতে পেরে র্যাব অভিযান চালায়। এবং তাকে ধরতে সক্ষম হয়।
র্যাব আরো জানান, অভিযুক্ত রশিদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।