ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

১৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে চসিকের বইমেলা

নিজস্ব প্রতিবেদক »

কাল থেকে নগরে শুরু হচ্ছে ২১ দিনব্যাপি অমর একুশে বই মেলা। ৬ ফেব্রুয়ারি বিকালে নগরের জিমনেসিয়াম মাঠে ‘অমর একুশে বইমেলা ২০২৩’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ শেষে সিটি মেয়রকে মাত্রাতিরিক্ত ধুলোবালি ওড়া বন্ধে মেলা প্রাঙ্গণে ইট বসানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মেলার আর একদিন বাকি। একদিনের মধ্যে ইট বিছানো সম্ভব নয়। তবে ধুলোবালি প্রতিরোধে সকল ব্যবস্থা নেওয়া হবে। ধুলোবালি ঠেকাতে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন পানি ছেটানো হবে যাতে করে ধুলোবালি ছড়িয়ে না পড়ে। পাশাপাশি প্রতিদিন সকাল-বিকেল পরিচ্ছন্নকর্মী বইমেলা প্রাঙ্গণ পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য মেয়র বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২১ দিনব্যাপি জিমনেশিয়ামের মাঠে এবারের বইমেলা আয়োজন করা হয়েছে। এতে ১৪০টির মতো স্টল থাকবে। এর মধ্যে ডাবল স্টল ৩২টি, সিঙ্গেল স্টল ৭৬টি। প্রায় ১ লাখ ২ হাজার ৩০০ বর্গফুটের সুবিশাল আয়তনের মাঠ প্রাঙ্গণ। ঢাকা এবং চট্টগ্রামসহ মোট ১০৮টি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছেন।’

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা, ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।’

মেলার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘ মেলার বিভিন্ন দিন মুক্তিযুদ্ধ, রবীন্দ্র, নজরুল, লোক, মরমি, বসন্ত, তারুণ্য, চাটগাঁ, নৃগোষ্ঠী, শিশু, যুব, নারী, কবিতা, ছড়া, আবৃত্তি উৎসব, লেখক, পেশাজীবী সমাবেশ, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কুইজ, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা, সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান থাকবে।’

তিনি আরও বলেন, ‘এবারও মেলা প্রাঙ্গণে থাকবে সেলফি কর্নার। লেখক-আড্ডাসহ নারী কর্ণার এবং ফ্রি ওয়াই-ফাই জোন। এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি নেটওর্য়াকের আওতাভুক্ত থাকবে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন থাকবে, প্রতিদিন নতুন বই মোড়ক উন্মোচন ও বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অমর একুশে বইমেলা কমিটির আহবায়ক ও কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মেলা কমিটি সদস্য সচিব লুৎফুন নাহার, চসিক শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ