বাংলাধারা ডেস্ক »
দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন নেয়া শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর থেকে । ২৭ ডিসেম্বর পর্যন্ত শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে । ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
শুক্রবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির এ বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার আবেদন ফি নির্ধারন করা হয়েছে ১১০ টাকা, যা শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে খুদে বার্তায় দেওয়া যাবে। এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গ্রুপ (এ, বি এবং সি) করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে। এত দিন একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী একটি গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত।
এছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। তখন প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।
করোনার কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতে আবেদন ও লটারির তারিখ ঘোষণা বাকি রেখে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেয়া হয়েছিল আগেই ।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে এবার বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না জানিয়ে মাউশি ১৫ ডিসেম্বর থেকে আবেদনপত্র বিতরণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল। আর বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে ৩০ ডিসেম্বর লটারির প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয় সেটাই গ্রহণ করেছে।
পূর্বে সারা দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হলেও দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হতো। আর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের (জিপিএ) ভিত্তিতে নবম শ্রেণিতে ভর্তি করা হতো। কিন্তু করোনার কারণে এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ায় নবম শ্রেণিতেও পরীক্ষা দুটির ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ নেই।
বাংলাধারা/এফএস/এইচএফ