ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

১৬ রাউন্ড গুলিসহ বিদেশী রিভলভার উদ্ধার

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর চট্টগ্রাম নগরে উল্লাস করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় বিভিন্ন পুলিশি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়াও দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের মধ্যে নগরের কোতোয়ালী, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেডসহ বেশ কয়েকটি থানায় অগ্নিসংযোগ ও ব্যাপক অস্ত্র-গোলাবারুদ লুটপাট হয়।

এ বিষয়ে সিএমপি পশ্চিম বিভাগের উপ পুলিশ কমিশনার হোসাইন মুহাম্মদ কবির ভূইয়া বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটি খালের পাড় থেকে দুটি রিভলবার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করি। কিন্তু এখনো বলা যাচ্ছে না এই অস্ত্র গুলো থানায় জমাকৃত অস্ত্র কিনা। পর্যবেক্ষণ করে জানা যাবে।’

আরও পড়ুন