ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

‘১৭ই এপ্রিল বাঙ্গালী জাতীর জন্য একটি মাইল ফলক’

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল। ১৯৭১ সালের এ দিনে তখনকার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। পাশাপাশি এ দিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদিত হয়। ফলশ্রুতিতে ১৭ই এপ্রিল বাঙ্গালী জাতীর জন্য একটি মাইল ফলকের দিন। “প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক বিচারকের হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করতে হবে।

জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে বিচার বিভাগ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, চট্টগ্রাম বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. আজিজ আহমদ ভূঞা।

সকালে নতুন আদালত ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু করা হয়।

যুগ্ম জেলা জজ মোহাম্মদ খাইরুল আমীন এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ সৈয়দা হাফসা (ঝুমা), অতিরিক্ত জেলা জজ এ এস এম সফিকুল আলম, সিনিয়র সহকারী জজ মোঃ কফিল উদ্দিন, জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন, সরকারি কৌসুলী নজমুল আহসান খান এবং জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ