বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারীর সন্দীপ পাড়া এলাকায় ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিম দেওয়ান নগর সন্দীপ পাড়া জুনিয়র উচ্চ বিদ্যালয়। এরপর ১৮ টি বছর কেটে গেল, অথচ বিদ্যালয়টিতে মেয়েদের জন্য ওয়াশ ব্লকের (টয়লেট) কোন ব্যবস্থা নেই।
মঙ্গলবার (২৫ জুন) বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনকালে বিদ্যালয়ে বিদ্যমান সমস্যাটি নজরে আসলে মেয়েদের জন্য তাৎক্ষণিক একটি ওয়াশ ব্লক (টয়লেট) নির্মানের উদ্যোগ নেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৫০। এর মধ্যে ছাত্রী আছে ৫০ এর অধিক। ১৮ বছর পার হয়ে গেল অথচ মেয়েদের জন্য একটা ওয়াশ ব্লক(টয়লেট) নাই। একটা জরাজীর্ণ টয়লেট আছে সেটাও শিক্ষকদের জন্য।
তিনি আরো বলেন, আজ সরেজমিনে পরিদর্শন শেষে শিক্ষার্থীদের জন্য একটা ওয়াশ ব্লক নির্মানের উদ্যোগ নিয়েছি। আশা করছি এক মাসের মধ্যেই কাজ শেষ হবে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম