২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফর্ম্যান্সের পর ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের বিদায়ের ঘোষণা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাওয়ালপিন্ডির মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা’ই হয়ে থাকল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।
২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পরে এই সংস্করণে ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক, করেছেন ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচে করতে পারেন কেবল ২ রান। ওয়ানডে ক্রিকেটে মুশফিকের মোট রান সংখ্যা ৭৭৯৫।
পরের ওয়ানডে বিশ্বকাপ আরও দুই বছর পর ২০২৭ সালে। সেই বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলটিকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে অবসর ঘোষণা জানাতে গিয়ে মুশফিকুর রহিম লিখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জন বিশ্বব্যাপী সীমিত হতে পারে, একটি বিষয় নিশ্চিত: যখনই আমি আমার দেশের জন্য মাঠে নেমেছি, আমি নিষ্ঠা এবং সততার সাথে ১০০% এরও বেশি দিয়েছি।
গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার ভাগ্য। আল্লাহ কুরআনে বলেছেন: “ওয়া তু’ইজ্জু মান তাশা’ ওয়া তু’জিলু মান তাশা'” – “এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন।” (৩:২৬)।
সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সৎ ঈমান দান করুন। সবশেষে, আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি। জাযাকাল্লাহ খায়ের।
এআরই/বাংলাধারা