ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

২০ অক্টোবর পর্যন্ত জেলেই কাটাতে হবে রিয়াকে

বাংলাধারা বিনোদন » 

সুশান্ত মামলায় গ্রেপ্তার হওয়ার পর এখন হাজতবাসে রয়েছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। এরমধ্যে তার জামিনের আবেদন করা হলেও প্রতিবারই তা খারিজ করে দেন আদালত। অভিনেতার মৃত্যু মামলায় মাদক যোগে শাস্তির মেয়াদ আবারও দীর্ঘ হল রিয়ার। আজ মঙ্গলবার মুম্বাইয়ের বিশেষ এনডিপিএস কোর্ট জানিয়ে দেয়, আগামী ২০ অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হবে রিয়াকে।

টানা প্রায় তিনদিনের জেরার পর গত ৯ সেপ্টেম্বর মাদক যোগে রিয়াকে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারপর জামিনের আবেদন খারিজ হলে বোম্বে হাই কোর্টের দ্বারস্থ হন রিয়ার আইনজীবী। সেখানে গত ২৯ সেপ্টেম্বর অভিনেত্রীর জামিনের আবেদন রিজার্ভ রাখে হাই কোর্ট। পরবর্তী নির্দেশ আসতে পারে আগামিকাল, বুধবার।

তবে বিশেষ এনডিপিএস কোর্ট এদিন জানিয়ে দিল, ২০ অক্টোবর পর্যন্ত জেলেই কাটাতে হবে রিয়াকে। একইসঙ্গে তার ভাই সৌভিক এবং সুশান্তের ম্যানেজার, স্যামুয়েল মিরান্ডা ও বাকিদেরও বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়াল আদালত ২০ তারিখ পর্যন্ত।

এদিকে, রিয়ার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর থেকে পরিচালক অনুভব সিনহা। এদিন রিয়ার জামিনের পক্ষে টুইট করেছিলেন স্বরা।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন