চট্টগ্রাম ওয়াসার গ্রাহকদের বিলের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই কর্মচারীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন, ওয়াসার ডাটা এন্ট্রি অপারেটর আজমির হোসেন অভি (২৭) ও মিঠুন ঘোষ (৩১)। অভি ঢাকার দোহার থানার বাসিন্দা এবং মিঠুন ঘোষ চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গ্রাহকদের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের নিয়মিত প্রক্রিয়াধীন মামলার আসামি এ দুই কর্মচারী জামিন পেয়েছেন। তবে মামলার তদন্ত শেষ হওয়ার আগে জামিন মঞ্জুর হওয়াটা সঠিক হয়নি।”
জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার একটি চক্র গ্রাহকদের বিলের টাকা আদায় করে সিস্টেমে জমা দেখালেও তা ব্যাংক অ্যাকাউন্টে জমা করত না। প্রাথমিক তদন্তে প্রায় ২৫ লাখ টাকার অনিয়ম শনাক্ত হয়েছে।
এ ঘটনায় ওয়াসার কম্পিউটার প্রোগ্রামার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।