মিরসরাই প্রতিনিধি »
২৪ ঘন্টা পার হলেও খোঁজ মেলেনি চট্টগ্রামের মিরসরাইয়ে মাছ ধরতে গিয়ে মো. হাফিজুর(২৪) নামের নিখোঁজ হওয়া শ্রমিকের। বুধবার (৭ জুলাই) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ১নং সুইচ গেইট (বসুন্ধরা ১নং গেইটে) এলাকায় ৫ জন শ্রমিক সাগরে মাছ ধরতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধার অভিযানে কোস্টগার্ড, মিরসরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আগ্রাবাদের ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজ শ্রমিক মো. হাফিজুর খুলনা জেলার তেরখাদা থানার হাড়িখালি এলাকার এহতেশামের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুরে চায়না প্রজেক্টের ৫ জন শ্রমিক সাগরে মাছ ধরতে যায়। এসময় পানির স্রোত বেড়ে যাওয়ায় হাফিজুর ডুবে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ডুবুরি দল।
নিখোঁজ শ্রমিকের বন্ধু খালিদ হোসেন বলেন, ‘গতকাল দুপুর ২টার দিকে হাফিজুরসহ আরও দুই বন্ধু বলে চল বন্ধু সাগরে মাছ ধরতে যাই। তখন আমরা ৫জন বন্ধু মিলে ১নং সুইচ গেইটের ওইখানে একটা খালে পায়ে হেটে সাগরের মুখে মাছ ধরতে যাই। সাগরের পানির স্রোত বেড়ে যাওয়ার কারণে আমরা উপরে চলে আসি। হাফিজুর আমাদের থেকে একটু দূরে ছিলো। এসময় একটি বড় স্রোতের মধ্যে হাফিজুর ডুবে যায়। আমরা অনেক চেষ্টা করেছি তাকে উদ্ধার করতে পারি নাই।’
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, ‘চায়না প্রজেক্টের ৫ জন শ্রমিক বুধবার বিকাল সাগরে মাছ ধরতে যান। এদের মধ্যে হাফিজুর নামে এক শ্রমিক সাগরের জোয়ারের পানিতে ডুবে যায়। খবর পেয়ে আমরা রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেও কোন সন্ধান খুঁজে পাইনি। আমাদের সহযোগিতা করেছেন আগ্রাবাদের ডুবুরি দল।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। হাফিজুরকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধার অভিযান পরিচালনা করবেন।’
কোস্টগার্ডের লিডিং রাজিবুল হাসান সোহাগ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। স্যারের নির্দেশনা আমরা ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযানে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম কিন্ত সাগরের জোয়ারের পানির ঢেউয়ের কারণে অভিযানে যেতে পারছিনা। উদ্ধার অভিযান আপাতত স্থগিত, সাগরের জোয়ার চলে গেলে আশা করি অভিযান শুরু করতে পারবো।’
বাংলাধারা/এফএস/এআর