বাংলাধারা প্রতিবেদন »
স্পিন দিয়ে আফগানিস্তান আক্রমণ শুরু করবে জানা ছিল। ডানহাতি অফ স্পিন সামলাতে তাই সৌম্যর বদলে লিটন নামেন ওপেনে। যদিও খুব একটা কাজে দেয়নি নতুন সমন্বয়। স্পিন দিয়েই আফগানরা মাত করেছে।
তবে দলের অভিজ্ঞ চার ব্যাটসম্যান ব্যাট হাতে ভালো খেলেছেন। সাকিব-মুশফিক ফিফটি পেয়েছেন। শেষ দিকে মোসাদ্দেক রান বাড়িয়েছেন। বাংলাদেশ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৬২ রান।
মুস্তাফিজ-সাকিবদের বল হাতে এখন রান আটকাতে হবে। আফগানদের বিপক্ষে টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দল ২৩ রানের মাথায় লিটনকে হারায়। ব্যক্তিগত ১৬ রানে বিতর্কিত ক্যাচে ফিরে যান তিনি। দলে একটা ধাক্কা লাগে। সেই ধাক্কা সামাল দেন সাকিব এবং তামিম। দু’জনে গড়েন ৫৯ রানের জুটি। তামিম ধীরে খেলে ৫৩ বলে ৩৬ রান করেন। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করে ফেরেন।
সাকিব এবং মুশফিক সেখানে দাঁড়িয়ে ৬১ রানের নতুন জুটি গড়েন। সাকিব চলতি বিশ্বকাপে পঞ্চম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন। আউট হন ৫১ রানে। এরপরই সৌম্য সরকার ৩ রান করে ফিরলে চাপ বেড়ে যায় টাইগারদের ওপর। দল ১৫১ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে মুশফিক-মাহমুদুল্লাহ গড়েন ৫৬ রানের জুটি। পায়ের চোট নিয়ে মাহমুদুল্লাহ খেলেন ২৭ রানের ভালো এক ইনিংস। বাংলাদেশ ভালো সংগ্রহের ভিত্তি পেয়ে যায়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম