ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

৩০ তম ওভারে গিয়ে উইকেটের দেখা পেল টাইগাররা

বাংলাধারা প্রতিবেদন »

হারলেই বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে যাবে বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ক্রিকেটের পরাশক্তি ভারত।ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলাদের উপর তাণ্ডব চালায় ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। তবে তামিম যদি রোহিত শর্মার ব্যাক্তিগত ৯ রানের পর সেই তুলে বলটি যদি তালুবন্দি করতে পারতো তাহলে ম্যাচের চিত্র অন্য রকম হতে পারত। কিন্তু ৯ রানে জীবন পাওয়া শর্মা এরপর টাইগার বোলাদের উপর তাণ্ডব চালিয়ে তুলে নেয় বিশ্বকাপের টানা দ্বিতীয় সেঞ্চুরি। কিন্তু সেঞ্চুরির পর পরই প্যাভিলিয়নে ফিরে যায় শর্মা।

পার্ট টাইম বোলার সৌম্য সরকারের বলে লিটন দাশকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যায় তিনি। আউট হওয়ার আগে করেন ৯২ বলে ১০৪ রান। এরপর একে একে আউট হয় লোকেশ রাহুল, বিরাট কোহলি ও হার্ডিক পান্ডিয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭২ রান। মাঠে এখন ব্যাট করছেন ঋষভ পন্ট ও এমএস ধোনি। ঋষভ পন্ট ৩৬ বলে ৪৭ রান ও ধোনি ১০ বলে ৬ রান সংগ্রহ করে মাঠে ব্যাটিং করছেন।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান

ভারতের একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্ট, দিনেশ কার্তিক, এমএস ধোনি, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামী, ইউজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন