১৫ জুলাই ২০২৫

৩০ লাখ লোকের কর্মসংস্থান হবে মিরসরাইয়ের ইকোনমিক জোনে: স্থানীয় সরকার মন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »

মিরসরাইয়ে ইকোনমিক জোন হবে। কর্মসংস্থান হবে ৩০ লাখ লোকের । এটি কার্যকরী করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সবাইকে সহযোগিতা করতে হবে।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে নগরের র‍্যাডিসন ব্লুতে চীন সরকারের অনুদান হিসেবে পাওয়া এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে চট্টগ্রামকে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম বন্দর না থাকলে বাংলাদেশের ভাগ্য এত ভালো হতো না।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে যুগ্ম সচিব শাকিলা ফারজানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘উন্নত দেশ গড়তে বঙ্গবন্ধু স্বপ্ন দেখছেন, এখন তা বাস্তবায়ন করছেন তার কন্যা। আমি তার সহকর্মী হিসাবে আছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের অনেক উন্নতি হয়েছে। এ ধারা অব্যাহত রেখে ৪১ সালে উন্নত দেশ হিসাবে গড়ল তুলবো।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন