ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

৩ রোহিঙ্গা যুবক জাল টাকা নিয়ে ঘুরছিল কোতোয়ালীতে

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে ১৮ হাজার টাকার জাল নোটসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ জুলাই) দিবাগত রাতে সিনেমা প্যালেস কেসিদে রোড সৌদিয়া পরিবহনের কাউন্টারের ভিতর থেকে দুইজন পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপরজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিন রোহিঙ্গা যুবক হলেন, মো. ওসমান (৩২), মো. সৈয়দ আলম প্রকাশ ফাহাদ (৩৪) ও রায়হান উদ্দিন (২৫)।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

তিনি জানান, সিনেমা প্যালেস কেসিদে রোড সৌদিয়া পরিবহনের কাউন্টারের ভিতর থেকে ওসমান ও মো. সৈয়দ আলম নামে দুই জন রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পরবর্তীতে অভিযান চালিয়ে রায়হান উদ্দিন নামে একজন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৬ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ