ksrm-ads

১৩ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

৪৮৫ টাকায় গরুর মাংস!

বাংলাধারা প্রতিবেদন »

৪৮৫ টাকায় গরুর মাংস। শুনে অবাক হলেন! অবিশ্বাস্য হলেও কথাটি সত্য। রমজান উপলক্ষে ১৩ থেকে ১৫ মে পর্যন্ত তিনদিনব্যাপী এ অফার দিচ্ছে সুপার শপ ‘দ্যা বাস্কেট’। তবে এ দামে গরুর মাংস পাওয়া যাবে তাদের অনলাইন শপে www.thebasketbd.com)।

দ্যা বাস্কেটের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন জানান, সম্প্রতি চালু হওয়া দ্যা বাস্কেটের অনলাইন শপে আগামী তিনদিন (১৩ থেকে ১৫ মে) ক্রেতারা ৪৮৫ টাকায় গরুর মাংস (হাঁড়সহ) অর্ডার করতে পারবেন। অর্ডার করা মাংস ক্রেতার নির্দিষ্ট করা সময়ের মধ্যে গন্তব্যে পৌছে দেয়া হবে। গরুর মাংস ছাড়াও বিভিন্ন পণ্যের উপর থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ