ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

৪ কোটি ৯০ লাখ ব্যয়ে কর্ণফুলী সেতুর টোল প্লাজায় দুই লেইন বাড়ানো হচ্ছে

চট্টগ্রামের কর্ণফুলী তৃতীয় সেতুর টোল প্লাজায় যানজট নিরসন এবং যাতায়াত সহজীকরণের লক্ষ্যে ৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে আরও দুই লেইন বর্ধিত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

এই প্রকল্পের অধীনে কর্ণফুলীর মইজ্জ্যারটেক টোল প্লাজার সংলগ্ন মহাসড়কের অ্যাপ্রোচ রোডে নতুন আরসিসি পেভমেন্ট রোড এবং ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ পাঠানো হয়েছে।

ইতোমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ বড় বাড়ি পুকুর পাড় এলাকার মেসার্স হাসমত এন্ড ব্রাদার্স।

ঠিকাদারের কাছে পাঠানো নথি সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে তৃতীয় কর্ণফুলী সেতুর টোল প্লাজা সংলগ্ন অ্যাপ্রোচ রোডে আরসিসি রোড নির্মাণ করা হবে। কাজটি দুটি ধাপে সম্পন্ন হবে—বেস টাইপ-১, ডেন্স বিটুমিনাস সার্ফেসিং-বেস কোর্স এবং ডেন্স বিটুমিনাস সার্ফেসিং-ওয়্যারিং কোর্স।

প্রকল্পের মোট বরাদ্দ ধরা হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ২৫৯ টাকা ৫৫৬ পয়সা। চুক্তির শর্ত অনুযায়ী, কাজটি সম্পন্ন করার জন্য ১৮০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নোটিশ জারির তারিখ থেকে সময় কার্যকর হবে এবং ১৫ দিনের মধ্যে প্লেন সিমেন্ট কনক্রিট (পিসিসি) জমা দিতে হবে।

চট্টগ্রাম সার্কেল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কাজের মান ও পরিমাণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হয়।

বর্তমানে টোল প্লাজা এলাকায় দুই পাশে ৪টি করে মোট ৮টি বুথ রয়েছে। তবে প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্রবার ও শনিবার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার কারণে যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। নতুন করে দুই পাশে দুটি লেইন বাড়ানো হলে উভয় পাশে বুথের সংখ্যা দাঁড়াবে ১০টি। সওজের প্রকৌশলীরা আশা করছেন, এর ফলে যানজটের সমস্যা সমাধান হবে।

সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন বলেন, “শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকায় যানজট নিরসনে বিদ্যমান টোল প্লাজার দুই পাশে আরও দুটি লেইন বাড়ানো হচ্ছে।”

শাহ আমানত সেতুর টোল প্লাজার ইজারাদার প্রতিষ্ঠান বাংলাদেশ-ভারত যৌথ কোম্পানি সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ জানান, “শাহ আমানত সেতু দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে ২৭ হাজারের বেশি গাড়ি চলাচল করে। বৃহস্পতি, শুক্রবার ও শনিবার যানবাহনের চাপ কিছুটা বাড়ে। ৮টি লেন দিয়ে টোল আদায় করা হলেও ছুটির দিনে চাপ বেড়ে যানজট সৃষ্টি হয়। সওজ বিষয়টি বিবেচনায় নিয়ে দুই পাশে আরও দুটি লেইন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে বুথের সংখ্যা ৮টি থেকে বেড়ে ১০টি হবে। আশা করা হচ্ছে, এর ফলে যানজটের সমস্যা অনেকটাই সমাধান হবে।”

কোড জেজে

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ