বাংলাধারা প্রতিবেদন »
দেশজুড়ে আলোচিত প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ৪ দিনে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে দেড়টার দিকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে তোলা হলে আদালত এ আদেশ দেন।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে শাহিদ করিমকে হাজির করা হয়। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে শুনানির জন্য রেফার করা হয়।
গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় ঢাকায় রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে ‘মেগা মার্ট’ নামে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বাংলাধারা/এফএস/এএ