বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বিবিরহাট এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। রোববার (২৬ মে ) দিাবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলো- জামালপুর জেলার মোঃ লস্কর মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (৩১)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বাংলাধারাকে বলেন, গোপন সংবাদে জানতে পারি, মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার দিকে যাচ্ছে। আমাদের একটি দল সীতাকুন্ড থানাধীন বিবিরহাট এলাকা একটি চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এ সময় আসামী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
তিনি বলেন, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা ব্যাগে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যাই। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি