ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

৪-০ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা

বাংলাধারা স্পোর্টস  »

মিরপুরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ৫ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল আইরিশরা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৬০ রান জড়ো করে বাংলাদেশ ইমার্জিং দল। দলের পক্ষে শতক হাঁকান মাহমুদুল হাসান জয়। ১৩৫ বলের মোকাবেলায় ১২৩ রান করেন তিনি, হাঁকান ৯টি চার ও ৩টি ছক্কা। এছাড়া পারভেজ হোসেন ইমন ৪১ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৩৩ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জেরেমি ললোরকে হারায় আইরিশরা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ডহেনি ও অ্যাডায়ার। তবে তাদের বিদায়ের পর আবারো খেই হারায় দল। শেষদিকে নেইল রকের প্রচেষ্টাও দলকে জয় এনে দিতে পারেনি। নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান।

দলের পক্ষে ৯৯ বলের মোকাবেলায় সর্বোচ্চ ৮১ রান করেন ডহেনি। এছাড়া অ্যাডায়ার ৪৫ ও রক ৩৫ রান করেন। বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে সাইফ হাসান তিনটি; শফিকুল ইসলাম ও তানভীর ইসলাম দুটি এবং রেজাউর রহমান রাজা ও শামীম হোসেন পাটোয়ারি একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস : আয়ারল্যান্ড উলভস

বাংলাদেশ ইমার্জিং দল : ২৬০/১০ (৪৯.২ ওভার)
জয় ১২৩, ইমন ৪১, অঙ্কন ৩৩, হৃদয় ২০, অঙ্কন ২*
অ্যাডায়ার ২৭/৩, টেক্টর ৩২/২, প্রিটোরিয়াস ৫১/২

আয়ারল্যান্ড উলভস : ২৫৫/৯ (৫০ ওভার)
ডহেনি ৮১, অ্যাডায়ার ৪৫
সাইফ ৩১/৩, তানভীর ৩৯/২, শফিকুল ৫৭/২

ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৫ রানে জয়ী

সিরিজ : বাংলাদেশ ইমার্জিং দল ৪ – আয়ারল্যান্ড উলভস ০

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ