লামা প্রতিনিধি »
দীর্ঘ ৬ বছর পর বান্দরবান জেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ সােমবার (২৫নভেম্বর) দুপুরে বান্দরবান শহরের অরুণ সারকী টাউন হলে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সর্বসম্মতিক্রমে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে বর্তমান সভাপতি ক্যশৈহ্লা ও ইসলাম বেবী’কে সাধারণ সম্পাদক হিসেবে ঘােষণা করেন।
সম্মেলনে সভাপতি পদে ক্যশৈহ্লা একক প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৬জন প্রার্থী দলীয় ফরম জমা দেন।
তারা হলেন, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মােজাম্মেল হক বাহাদুর, অজিত দাশ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সাদেক হােসেন চৌধুরী।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে আওয়ামীলীগের সহযােগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় রাজার মাঠে ভীড় করেন। নেতাকর্মীদের উপস্থিতিতে লােকে লােকারন্য হয় জেলা শহরের রাজার মাঠ।
এর আগে, সকালে শহরের রাজার মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা’র সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা বিপ্লব বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিংসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বাংলাধারা/এফএস/টিএম