বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে যুবলীগ কর্মী শহীদুল আলম হত্যা মামলার আসামি ফজলুল করিম উরফে ফজুকে (৪৯) গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (১৬ জুলাই) রাউজান থানার বাসস্ট্যান্ডের মালিক সমিতি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফজু রাউজান থানার হরিষাপাড়া এলাকার মৃত জহরু মিয়ার ছেলে।
২০১৫ সালে চট্টগ্রাম জেলার রাউজান-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগ কর্মী শহিদুল আলমকে (৩৫) কতিপয় মুখোশ পরা দুস্কৃতিকারী মাইক্রোবাস থেকে নেমে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এ হত্যাকাণ্ডের পর মামলার ১নং আসামি আজিজ উদ্দিনসহ হত্যার সাথে জড়িত অন্যান্য আসামিরা পরস্পর যোগসাজশে বিদেশে পাড়ি জমায়, কিছুদিন থাকার পর তারা এক এক করে দেশে ফিরে এসে আবার আগের মতো বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে ।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।তিনি বলেন,
গত ১১ জানুয়ারি এ হত্যা মামলার ১নং আজিজ উদ্দিনকে (৪৪) এবং ২৬ জুন অন্যতম প্রধান আসামি মো. ইউসুফকে (৩৫) গ্রেফতার করে র্যাব-৭। পরবর্তীতে একই মামলার ৭ বছর ধরে পলাতক আসামি ফজলুল করিমও রাউজান থানার বাসস্ট্যান্ড এর মালিক সমিতি অফিসের সামনে থেকে গ্রেফতার হয়।
গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা এবং পালিয়ে থাকার কথা স্বীকার করে।
আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাধারা/এসআরটি