ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

৯০ বছরের বৃদ্ধা নিলেন করোনার প্রথম টিকা

আন্তর্জাতিক ডেস্ক »

যুক্তরাজ্যে প্রথম ব্যক্তি হিসেবে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনার টিকা নিয়েছেন মার্গারেট কিনান নামের ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। এর মাধ্যমে দিয়ে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দেশটির ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র জানায়, মধ্য ইংল্যান্ডের কোভেন্ট্রির ওই বাসিন্দাকে এই ঐতিহাসিক টিকাদান করা হয়েছে। পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ট্রায়ালের শর্তের বাইরে এই প্রথম ফাইজার-বায়োএনটেকের টিকা নিলেন তিনি।

করোনা ভ্যাকসিন নেয়ার পর মার্গারেট কিনেন বলেছেন, নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, শুরুতে ৮০ বছরের বেশি বয়সী নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেয়া হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন উচ্ছ্বাস প্রকাশ করে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কারো জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক নয়। তবে সবার নেয়া উচিত।

দেশটিতে এই দিনটিকে ‘ভি-ডে’ হিসেবে ঘোষণা করেছে। রীতিমত উৎসবের আমেজ বিরাজ করছে সেখানে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন