ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

‌‘বঙ্গবন্ধুই বাঙালি জাতির একমাত্র ঠিকানা’

বাংলাধারা প্রতিবেদক »

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আয়োজন করেছেন আমরা ক’জন মুজিব সেনা নামে একটি সংগঠন।

শনিবার (১৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুই বাঙালি জাতির একমাত্র ঠিকানা। বাংলাদেশের সকল জনগণই হলো একেকজন মুজিব সেনা। মুজিব আর্দশ ও চেতনা ধারণ করে আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।

আমরা ক’জন মুজিব সেনার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় ও সভাপতি সাইদ আহমেদ বাবুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু তোহা।

এসময় আরও বক্তব্য দেন, আমরা ক’জন মুজিব সেনার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য নাজমুল হুদা শিপন, আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন