বাংলাধারা প্রতিবেদন »
এক নজরে যুবরাজ সিং
ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং ( ক্রিকেট দুনিয়ায় যে ‘যুবি’ নামে পরিচিত) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর বাইশ গজে নামবেন না এ বাঁহাতি ব্যাটসম্যান ও স্পিনার। ভারতের বিশ্বকাপ জয়ী এ অলরাউন্ডার ক্রিকেটার অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০১১ বিশ্বকাপে ‘টুর্নামেন্ট সেরা’ হয়েছিলেন ভারতীয় এ ক্রিকেটার।
সোমবার মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করে দিলেন তিনি। গতকালই জানা গিয়েছিল যে, যুবরাজ সম্ভবত অবসরের সিদ্ধান্ত জানাতে চলেছেন। সেটাই সত্যি হল আজ। ৩৭ বছরের যুবি ২০১৭-র ৩০ জুন শেষবার দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে খেলেছিলেন। তারপর থেকে আর দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে।
বাংলাধারা/এফএস/এমআর/টিআর/বি