৮ নভেম্বর ২০২৫

অংকুর সোসাইটি বিদ্যালয়ে ঢাকা ব্যাংকের ‘স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন’

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন করেছে ঢাকা ব্যাংক লিমিটেড।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির রিটেইল বিজনেস বিভাগের প্রধান ইভিপি এইচ এম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান মাহমুদ।

ক্যাম্পেইনে শিক্ষক ও অভিভাবকসহ ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা হয়। এছাড়া ঢাকা ব্যাংক শিক্ষার্থীদের জন্য বীমা সুবিধাসহ কোনো ফি ও চার্জ ছাড়াই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার সুবিধাসহ অন্যান্য সুবিধার বিষয়ে অবগত করা হয়।

আরও উপস্থিত ছিলেন, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, ঢাকা ব্যাংক সিডিএ এভিনিউ শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও ঢাকা ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং প্রধান এসএভিপি মোহাম্মদ সাইফুর রহমানসহ ঢাকা ব্যাংকের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা বৃন্দ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ