২৩ অক্টোবর ২০২৫

অকালেই থেমে গেল রাঙামাটির উক্য চিংয়ের স্বপ্নযাত্রা

বিমান দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র উক্য চিং মারমা।

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কলেজ পাড়ার এই কিশোর ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউটে মৃত্যুর সাথে লড়াই করে শেষমেশ হার মানে গভীর রাতে, আনুমানিক ২টা ৩০ মিনিটে।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার মাসি নেলী মারমা। তিনি জানান, উচ্চ শিক্ষা অর্জনের জন্য গ্রাম থেকে শহরে গিয়ে আজ লাশ হয়ে ফিরছে আমার বোনের ছেলে। এই মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। এই ঘটনায় তার শরীরের শতভাগ অংশ দগ্ধ হয়।

আরও পড়ুন