৩ নভেম্বর ২০২৫

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন আসছে অক্টোবরে

বাংলাধারা ডেস্ক »  

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দৌড়ে অনেকটাই অগ্রগামী ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরেই মিলবে তাদের ভ্যাকসিন। আর এ টিকার দাম পড়বে মাত্র এক কাপ কফির দামের সমান। দুইদিন আগে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারও ঘোষণা দিয়েছে, অক্টোবর নাগাদ তাদের তৈরি ভ্যাকসিন বাজারে আনার। খবর দ্য ইকোনমিস্টের।

যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান কেট বিনহ্যাম বলেন, ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক এগিয়ে আছে অক্সফোর্ড। অন্য ভ্যাকসিনগুলোর কার্যকারিতা নিয়ে পরীক্ষা শুরুর অনেক আগেই অক্সফোর্ডের ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হয়ে যেতে পারে।

ইতিমধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনটি আন্তর্জাতিকভাবে দ্রুত ও বিস্তৃত আকারে সরবরাহের জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বাজারজাতকরণের জন্য সাপ্লাই চেইন তৈরি করছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।

কোম্পানিটি জানাচ্ছে, ইতিমধ্যে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির নির্দেশনা পেয়েছেন তারা। ভ্যাকসিনটির দাম থাকবে মানুষের হাতের নাগালে। প্রতি ডোজ ভ্যাকসিনের দাম হতে পারে এক কাপ কফির দামের সমান।

তবে এই ভ্যাকসিন এক বছর পর্যন্ত করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম হবে বলে জানান অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী প্যাসকল সারিওট। তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্ট বা সেপ্টেম্বরে এর ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ফল জানা যাবে। এরমধ্যে ভ্যাকসিন উৎপাদনের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসেই ভ্যাকসিনটির সরবরাহ শুরু করা যাবে।

গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়। অক্সফোর্ডের গবেষকেরা অধ্যাপক সারাহ গিলবার্টের নেতৃত্বে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেন। এরপর দ্রুত বড় আকারে হিউম্যান ট্রায়াল শুরু করেন তারা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ