বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের অক্সিজেনে দোকানের ভেতর গলায় ফাঁস দিয়ে মো. তাহাসান (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটায় নগরীর অক্সীজেন এলাকার টেনারি বটতল মাইসুন ডিজাইন গ্যালারির দোকানের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত তাহাসান ভূজপুর থানার ৩ নম্বর ফিলখানা ওয়ার্ডের মো. বোরহানের ছেলে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি জানান, নগরীর অক্সিজেন এলাকায় আত্মহত্যার চেষ্টা করা এক যুবককে চমেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এখনও আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।













