৪ নভেম্বর ২০২৫

অক্সিজেন ফর লাইফ বাংলাদেশ’র কার্যক্রম শুরু

বাংলাধারা প্রতিবেদন »

শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। করোনার প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে তিন চার গুন বেশী দামে। এ অবস্থায় সংকট মোকাবেলায় রোগীদের জীবন রক্ষায় বিনামূল্যে অক্সিজেনসহ সিলিন্ডার সরবরাহের ঘোষণা দিয়েছে ‘অক্সিজেন ফর লাইফ বাংলাদেশ’।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২ টা থেকে চট্টগ্রাম শহরে অক্সিজেনসেবা কার্যক্রম শুরু করেছে ‘অক্সিজেন ফর লাইফ বাংলাদেশ’।

সংগঠনের নিয়ম মেনে শুধু চট্টগ্রাম শহরের জরুরী প্রয়োজনে ডাক্তারের পরামর্শের ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার সর্বোচ্চ ৪৮ ঘন্টার জন্য ব্যবহার করা যাবে।

চট্টগ্রামের কিছু তরুণের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। ডা. মহিউদ্দিন মাসুম, জসিম উদ্দিন, অসীম কুমার দাশ, আরাফাত রূপক , রুহুল আমিন সবুজ, শিহাব সাগির, আনিস ওয়ারেসী, ডা. শাহেদ, ডা. সাজিদা স্বর্ণা, আরাফাতুল হক, আদর ইউসুফ, প্রমুখ কোভিড ও নন-কোভিড পেশেন্টদের জন্য জরুরী অক্সিজেনের চাহিদা মেটাতে এ কাজ করছেন বলে জানায় সংগঠনটি।

এ ব্যাপারে উদ্যোক্তারা জানান, অক্সিজেন শেয়ারিংয়ের বিষয়েও তারা কাজ করছেন। সামর্থ্যবান যারা ইতোমধ্যে অক্সিজেন সিলিন্ডার কিনে মজুদ করেছেন বা যাদের কেনা সিলিন্ডার এ মুহুর্তে কাজে আসছেনা, তারাও এখানে সিলিন্ডার দিয়ে অন্যের জীবন বাঁচাতে পারেন। যা পরবর্তী সময়ে তাদের ফেরৎ দেওয়া হবে।

উল্লেখ্য, ডাক্তারের পরামর্শের ভিত্তিতে রোগীর আত্মীয় অক্সিজেন ফর লাইফ বাংলাদেশ এর নির্ধারিত ফরম পূরণ করে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ফটোকপি জমা দিয়ে এবং সংগঠনের নিয়ম অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার নিতে হবে। আসার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের অরিজিনাল কপি দেখাতে হবে।

এছাড়াও তথ্য পেতে যোগাযোগ করুন- ‘অক্সিজেন ফর লাইফ বাংলাদেশ’ এর ফেইসবুক গ্রুপ ও পেইজে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ