বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট আইসিডি বিএম কন্টেইনার ডিপোতে সৃষ্ট অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহতদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাথমিক পর্যায়ে জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ)
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসানের নির্দেশনায় এসব চিকিৎসা ও খাদ্য সামগ্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পক্ষে জরুরি ওয়ার্ড ইনচার্জ ডাক্তার খোকনকে হস্তান্তর করেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, তানভীর হাবিব, এ.এম. শফিউল করিম (খোকন), মো. হাজান (জ্যাকি) মিরাজ-ই-মোস্তফা (কায়ছার), বিজিএমইএ সদস্য মঈনউদ্দিন আহমেদ চৌধুরীসহ বিজিএমইএ’র কর্মকর্তাবৃন্দ।
জরুরি চিকিৎসা ও খাদ্য সামগ্রী হস্তান্তরকালে বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, অত্যন্ত মর্মান্তিক অগ্নিকাণ্ড ও বিষ্ফোরণের করুণ দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য লাভে চট্টগ্রামের সিভিল সার্জন এর চাহিদা মোতাবেক বিজিএমইএ’র সর্বাত্মক মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা প্রদানের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, চট্টগ্রামের সিভিল সার্জন মহোদয়ের আহ্বানের প্রেক্ষিতে বিজিএমইএ’র মাননীয় সভাপতি ফারুক হাসান, প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী’র নির্দেশনায় বিজিএমইএ হাসপাতাল চট্টগ্রামের মেডিকেল টীম ও অ্যাম্বুলেন্স গতকাল রাত্রের দুর্ঘটনার পর থেকেই সার্বক্ষণিক সেবাই নিয়োজিত রয়েছে।













