২৭ অক্টোবর ২০২৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তথ্যমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি»

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের রক্তচড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী সামগ্রী তুলে দেন তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুল ইসলাম ও শৈবাল চক্রবর্তী, পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আনোয়ার আজিজ, পোমরা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এরমান হোসেন জাকারিয়া, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা আলী শাহ্, নাসিমুল আনোয়ার সাব্বির, সাবের, বোরহানউদ্দিন, আল আমিন, জয় রাজ প্রমুখ।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন