বাংলাধারা ডেস্ক »
সিএনজি অটোরিকশা চালিয়ে কোনোভাবে সংসার চালাতো আবুল কালাম। কষ্টে অর্জিত টাকা দিয়ে টিনের একটি ঘর নির্মাণ করেছিলেন তিনি। তবে সেই ঘর কেড়ে নিল আগুন। এমন অসহায়ত্ব দেখে এগিয়ে আসেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘের সদস্যরা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের চেংখালী প্রজেক্ট গেইট এলাকায় পুড়ে যাওয়া ঘরে এসব সহযোগিতা নিয়ে উপস্থিত হয় তারা। একটি পরিপূর্ণ ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় টিন ও কাঠ সামগ্রী দেওয়া হয়। এর আগে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে সব নিঃস্ব হয়ে যায় সিএনজি চালক আবুল কালামের।
এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী ফুটন্ত গোলাপ একতা সংঘের প্রধান উপদেষ্টা মাসুদ করিম সুমন, গুনগুনিয়া বেতাগী ফুটন্ত গোলাপ একতা সংঘের সিনিয়র উপদেষ্টা জামাল উদ্দিন কমান্ডার, সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আসিফ, সদস্য সাকিব, ফয়সাল প্রমুখ।