বাংলাধারা প্রতিবেদন »
হাটহাজারী উপজেলার মদুনাঘাট বাজারের বিভিন্ন মুদী দোকানে অভিযান চালিয়ে ভেজাল ঘি জব্দ করেছে উপজেলা প্রশাসন। ভেজাল ঘি’র গায়ে উৎপাদনের তারিখটিও চলতি বছরের ডিসেম্বর মাস লেখা ছিল। যদিও ডিসেম্বর মাস আসতে এখনও আট মাস বাকি। এ সময় ২ হাজার লিটার ঘি ধ্বংস ও তিন দোকানীকে জরিমানা করা হয়।
শুক্রবার (১ মে) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, আগামী ডিসেম্বর মাসে উৎপাদনের তারিখ দিয়ে বাঘা বাড়ির ঘি নাম দিয়ে একটা চক্র ঘির ব্যবসা করে আসছিল। গত এক বছরে এরকম প্রায় ১৮ টা কারখানা ধ্বংস করা হয়। এবার করোনার সুযোগে আবারও চালু করেছে, এবার কারখানা হাটহাজারীর বাইরে কিন্তু বিক্রি হাটহাজারী তে। আজ তিন দোকানে এসব ঘি পাওয়া যায়। আজকের অভিযানে তিন দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডালডা, ফ্লেভার আর হলুদ রং দিয়া ভেজাল বাঘা বাড়ির ঘি বানানো হয়। এ সময় ২ হাজার লিটার ভেজাল ঘি ধ্বংস করা হয় বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম
				












