২৪ অক্টোবর ২০২৫

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

চন্দনাইশ উপজেলার বরমা কলেজের সামনে অটোরিকশার ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। তাকে মুমূর্ষ অবস্থায় চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুর উদ্দীন তার ছোট ভাইকে বরমা রাউলীবাগ মাদ্রাসায় দিয়ে আসার পথে বাই-সাইকেলে বাড়ি ফেরার পথে অপরদিক থেকে আসা নাম্বারবিহীন অটো রিকসাটি ওভারটেক করতে গিয়ে নুর উদ্দীনের চালিক বাই-সাইকেলকে ধাক্কা দিলে সে সাইকেল থেকে ছিটকে পড়ে মাথার গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

সিএনজি চালক সাতবাড়িয়া হাজির পাড়ার মৃত মহিউদ্দীনের ছেলে মো. জাহাঙ্গীর (৩২), আহত নুর উদ্দীনকে নিয়ে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। নুর উদ্দীন দক্ষিণ হারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র এবং সে একই এলাকার শাহ আলমের ২য় সন্তান বলে জানা যায়।

আরও পড়ুন