১৭ ডিসেম্বর ২০২৫

অটোরিকশার সহযাত্রীদের গণধর্ষণের শিকার কিশোরী

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের আনোয়রায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সিএনজি অটোরিকশার সহযাত্রীদের হাতে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীটি কর্ণফুলী থানাধীন কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী সু ফ্যাক্টরিতে কাজ করতো বলে জানা গেছে।

বুধবার (৩ জুলাই) রাত ১২ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

আলিউাদ্দন বলেন, বুধবার সন্ধ্যায় কাজ শেষে কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী সু ফ্যাক্টরি থেকে বের হয়েছিলেন ১৫ বছরের ওই কিশোরী। বাস না পেয়ে একটি শেয়ারিং সিএনজি অটোরিকশায় ওঠে যেখানে আগে থেকে দু’জন যাত্রী ছিল। যাত্রী ও চালক মিলে চোখ বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে  ধর্ষণ করেআনোয়ারা থানার চৌমুহনীর অদূরে কালার মার দিঘী এলাকায় রাস্তার পাশে মুমুর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায়।   

তিনি আরো বলেন, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মেয়েটিকে দেখতে পেয়ে তার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে পরিবারকে বিষয়টি জানালে পরিবারের কয়েকজন সদস্য ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে।

চিতিৎসকের বরাত  আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন  মেয়েটির শারীরিক অবস্থা খুবই খারাপ বলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ভুক্তভোগী মেয়েটি চন্দনাইশ উপজেলার বাসিন্দা। সে কোরিয়ান ইপিজেডে কর্ণফুলী সু ফ্যাক্টরিতে কাজ করে। ধর্ষণের পর তাকে আনোয়ারা থানা এলাকায় পাওয়া গেছে। তাই এ বিষয়ে আনোয়ারা থানায় মামলা হবে। আমাদের একটা টিম চমেকে গেছে মেয়েটির বক্তব্য নেয়ার জন্য। জড়িতদের ধরার জন্য আমরা ইতিমধ্যে অভিযান শুরু করেছি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ