৫ নভেম্বর ২০২৫

অটোরিকশা নিয়ে রাস্তায় ‘একা নারীর’ জন্য অপেক্ষা করতো তারা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের আনোয়রায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সিএনজি অটোরিকশার সহযাত্রীদের হাতে এক কিশোরী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় অটোরিকশাটির চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫জুলাই) রাতে উপজেলার চাতুরি এবং বৈরাগ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ।

গ্রেফতারকৃতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ মামুন (২০) ও হেলাল উদ্দিন (৩০)। মামুন আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার আনোয়ার হোসেনের পুত্র আর হেলাল পটিয়া উপজেলার দক্ষিন ছনহরা এলাকার আব্দুল গফুরের পুত্র।

ওসি দুলাল মাহমুদ জানান, সিএনজি চালক মামুন, হেলাল ও তাদের আরো দ’জন সহযোগী মিলে পরিকল্পিতভাবে এঘটনা ঘটিয়েছে বলে গ্রেফতার দু’জন স্বীকার করেছে। তাদের নিয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তারা ঘটনার বিস্তরিত বিবরণও দিয়েছে।

তিনি বলেন, সিএনজি অটোরিকশা নিয়ে রাস্তায় ওঁত পেতে বসে তারা একা কোন মেয়ের জন্য অপেক্ষা করে এবং এমন কাউকে পেলেই তাকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। আগেও বেশ কয়েকজনকে তারা এভাবে ধর্ষণ করেছে বলে জিজ্ঞাসাবাদে জনিয়েছে। তবে আগে কেউ অভিযোগ না করায় তারা পার পেয়ে যায়।

ওসি বেলাল বলেন, যেদিন মেয়েটিকে ধর্ষণ করা হয় সেদিন তার পিরিয়ড চলছিল। ধর্ষকদের কাছে অনেক অনুনয় করেও বাঁচতে পারেনি সে যে কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সময়মত হাসপাতালে পৌছানো না গেলে মেয়েটিকে বাঁচানো যেত না।

তিনি আরো বলেন, ঘটনায় জড়িত বাকি দু’জনের একজনের নামে থানায় দু’টি ছিনতাই মামলা আছে। তাদের নাম পরিচয় পাওয়া গেছে এবং তাদেরও গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ