২৪ অক্টোবর ২০২৫

অদম্য রাশফোর্ডের অনবদ্য ছুটে চলা

বাংলাধারা প্রতিবেদক»

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড লিগ শেষ করেছিলো পয়েন্ট টেবিলের ৬ নাম্বারে থেকে।চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে খেলতে হয়েছিলো ইউরোপা লিগে।চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খুব বাজে ভাবে শুরু করলেও ঘুরে দাড়িয়েছে এরিক টেন হেগের শীর্ষরা।উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে।

বদলে যাওয়া ইউনাইটেড শিবিরের মূল কান্ডারি এখন মার্কাস রাশফোর্ড।ইউনাইটেডের হয়ে একের পর এক গোল করেই চলেছেন ইংলিশ এই ফরোয়ার্ড।গতরাতে ওল্ড ট্রাফোর্ডেও দেখা গেল সেই চেনা দৃশ্য।রাশফোর্ডের জোড়া গোল সাথে জেডন সাঞ্চোর আরও এক গোলে লেস্টার সিটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলসরা।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ২৪ গোলের পাশাপাশি ৭ টি অ্যাসিস্ট রাশফোর্ডের।প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে গোল সংখ্যা ১৪।এরই মধ্যে প্রিমিয়ার লিগেই সর্বশেষ ১০ ম্যাচে রাশফোর্ড করেছেন ১০ গোল।গতকাল ঘরের মাঠে টানা ৭ম প্রিমিয়ার লিগ ম্যাচে গোল পেয়েছেন।ছাপিয়ে গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এক মৌসুমে নিজের সর্বোচ্চ গোলের রেকর্ডও।

রেকর্ডের দিনে রোনালদো ও রুনির নামের পাশে ঠাঁই করে নিয়েছেন এই ফরওয়ার্ড।এরই মধ্যে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল সংখ্যা ছুঁয়ে ফেলেছেন।আরেক ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি ২০১১-১২ সালে ঘরের মাঠে ১৯ গোল করেছিলেন।যেই রেকর্ড ভাঙ্গতে পারেনি আর কোন ইউনাইটেড খেলোয়াড়।মৌসুমের এখনো ঢের বাকি।এরই মধ্যে মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ওল্ড ট্রাফোর্ডে ১৭ গোল করেছেন রাশফোর্ড।রুনির রেকর্ড রাশফোর্ড ভেঙে দেবেন এই বাজিও তাই নিশ্চিন্তেই ধরা যায়।অথচ গত মৌসুমেও মাত্র ৫ গোল করে নিজেকে হারিয়ে খোঁজছিলেন মার্কাশ রাশফোর্ড। সেই রাশফোর্ডই এখন ইংলিশ ফুটবলে ছুটে চলেছেন অপ্রতিরুদ্ধ গতিতে।

এসইউ

আরও পড়ুন