হাটহাজারী প্রতিনিধি»
১৮ বছর ধরে পলাতক নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মহুরী” হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহি উদ্দিন(৪৬)কে আটক করেছে র্যাব -৭।
শনিবার( ২২জানুয়ারী) চট্টগ্রাম নগরীর সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী মহিউদ্দিন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী এলাকার এলাহী বক্সের পুত্র।আসামী মহিউদ্দিন কুখ্যাত নাসির গ্যাং এর সক্রিয় সদস্য এবং নাসির এর আপন ছোট ভাই।
র্যাব -৭ এর প্রেস বিজ্ঞপ্তির সুত্রে জানা যায়,২০০১ সালে নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী নগরীর জামাল খাঁন এলাকায় তার বাসায় সংবাদপত্র পড়ার সময় চট্টগ্রামের কুখ্যাত নাসির গ্যাং এর ক্যাডাররা তাকে গুলি করে হত্যা করে। ঐ মামলায় ১২জন আসামী করে একটি মামলা দায়ের হয়। ২০০৩সালে মামলার রায়ে আসামী মহিউদ্দিনসহ ৪জনের ফাঁসি আদেশ হয় এবং ৪ জন আসামীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পরে মৃত্যুদন্ডে দন্ডিত আসামীরা উচ্চ আদালতে আপিল করলে আদালত আসামি যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
রায় ঘোষণার সময় মহিউদ্দিন দুবাইয়ে পলাতক ছিল। ২০২১ অক্টোবরে মহি উদ্দিন দুবাই হতে বাংলাদেশে এসে বিভিন্ন স্থানে আত্মগোপন করতে থাকে। র্যাব-৭, আসামীকে গ্রেফতারের লক্ষে প্রযুক্তির ব্যবহার ও কঠোর নজরদারির অব্যাহত রাখে। প্রযুক্তির ব্যবহার ও কঠোর নজরদারির একপর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, সে পুনরায় দুবাই পাড়ি জমানোর পরিকল্পনা করছে। দুবাই যাওয়ার জন্য সে শনিবার করোনা টেষ্ট দিতে বের হয়ে কাজ শেষে চট্টগ্রামের সুগন্ধা আবাসিক এলাকায় অবস্থান করেছ। উক্ত তথ্যের ভিত্তিতে গত র্যাব-৭, চট্টগ্রাম এর একটি টিম ঐ এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন কারাদন্ড মহিউদ্দিনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রাজিব শর্মা মুঠো ফোনে এর সত্যতা নিশ্চিত করে,
তিনি বলেন গত শনিবার র্যাব-৭ চট্টগ্রাম আমাদের নিকট আসামীকে হস্তান্তর করার পর আমরা বিজ্ঞ আদালতে প্রেরন করি।













