বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ আগস্টের পর সশরীরে সকল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়েছে শতভাগ টিকা নিশ্চিতের পর খুলে দেওয়া হবে আবাসিক হলগুলোও। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৬ আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের চলমান, স্থগিত ও অসমাপ্ত সকল পরীক্ষাসমূহ শেষ করতে একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার সময়সূচি বিষয়ে তিনি বলেন “স্ব স্ব বিভাগের সভাপতি, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটি, অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টরের সমন্বয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে”।
হল খোলার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা শতভাগ টিকা গ্রহন না করলে হল খোলা অসম্ভব। তাই শতভাগ টিকা নিশ্চিতের পরই খুলে দেওয়া হবে আবাসিক হলগুলো।
বাংলাধারা/এফএস/এফএস













