মাকসুদ আহম্মদ, বিশেষ প্রতিবেদক »
করোনাকালীন সময়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরী পণ্য বাজারজাত ও ভোক্তার নিকট পৌঁছানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে এই প্রথম দেশে অনলাইন মেলার আয়োজন করা হচ্ছে। ব্যতিক্রমী এ মেলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চট্টগ্রাম জেলা কার্যালয়ের অধীনে আগ্রাবাদস্থ শিল্প সেবা কেন্দ্র। কাল রবিবার থেকে ১০দিন ব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্পে তৈরী পণ্যের এ অনলাইন মেলা শুরু হচ্ছে ।
রবিরার বিকেল ৪টায় চট্টগ্রামস্থ শিল্প সেবা কেন্দ্রে বিসিকের আঞ্চলিক পরিচালক মোতাহার হোসেন ভার্চুয়াল সভার মাধ্যমে অনলাইন এ মেলার উদ্বোধন করবেন। এসময় শিল্প সেবা কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার আহমেদ জামাল নাসের চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত থাকবেন । এছাড়ও অপরপ্রান্ত থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা এ ভার্চুয়াল মেলার ডিজিটাল অনুষ্ঠানে অনলাইনে অংশ নিবেন।
জানা গেছে, চট্টগ্রামস্থ বিসিক জেলা কার্য্যালয়ের উদ্যোগে কাল ২২ আগস্ট থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বিসিক উদ্যোক্তা পরিবার ফেসবুক গ্রুপে অনলাইনে পণ্য মেলার আয়োজন করবে। ১০দিন ব্যাপী এ মেলায় অনলাইনে ক্রয়-বিক্রয় চলবে। গত বৃহস্পতিবার পর্যন্ত এই মেলায় ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন করেছে।
তবে করোনাকালীন সময়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বিসিক দেশের প্রতিটি জেলায় অনলাইনে ক্রমান্বয়ে এ মেলার আয়োজন করবে। এর আগে গত ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আরেকটি অনলাইন মেলার আয়োজন করেছিল। তবে ওই মেলায় ব্যাপক সাড়া পাওয়ার পরই প্রায় দুই মাস পর আবারো একই আয়োজন করতে যাচ্ছে।
প্রকৃতপক্ষে অনেকেই ঘরে বসে ফেসবুক ও ইউটিউবে মূল্যবান সময় নষ্ট করছেন। এ ধরনের মেলার আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। ফেসবুকে একে অপরের পণ্য সম্বন্ধে জানতে পারবে। তুলে ধরতে পারবে তাদের তৈরী পণ্য। এতে দূর্বল উদ্যোক্তারাও সবল ও সক্ষম হওয়ার চেষ্টা করবে। ডিজিটাল এই যুগে অনলাইনে ব্যবসা করার পদ্ধতি শেখার পাশাপাশি সুযোগও বৃদ্ধি পাবে।
অনলাইনে ক্ষুদ্র ও কুটির শিল্পে তৈরী পণ্য শুধু বিক্রয়ের উদ্দেশ্যেই নয় বিশ্ববাজারে ক্রেতা সৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কারণ আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক পণ্য বিদেশের বাজারে ঠাঁই করে নিয়েছে। প্রতি বছরই এসব পণ্য রপ্তানীর মাধ্যমে প্রচুর পরিমানে বৈদেশিক মূদ্রা অর্জিত হচ্ছে।
চট্টগ্রামস্থ শিল্প সেবা কেন্দ্রের ডেপুটি ম্যানেজার জনৈক তানজিয়া বাংলাধারা প্রতিবেদককে জানালেন, ক্ষুদ্র ও কুটির শিল্পে উদ্যোমী ও উদ্যোগী করে তুলতে মাঝে মাঝে প্রশিক্ষণও দেয়া হয় ক্ষুদ্র উদ্যোক্তাদের। ব্যবসা চালিয়ে নিতে ঋনের ব্যবস্থাও করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস













