২৪ অক্টোবর ২০২৫

অনলাইন জুয়ার নেশায় সিন্ডিকেট

হাতের মুঠোয় ইন্টারনেট কানেকশন

হাই টেকনোলজির স্মার্ট ফোনেই

মাকসুদ আহম্মদ, বিশেষ প্রতিবেদক ॥



ডিজিটালাইজেশনের এই যুগে পিছিয়ে নেই কেউই। ঘরে ঘরে ইন্টারনেট সেবা। পথে পথে মোবাইল অপারেটরদের জিবি/এমবি অফার লুটে নিয়ে ইন্টারনেট সংযোগ হাতের মুঠোয় চলে এসেছে। হাটে মাঠে ঘাটে সব জায়গাতেই ইন্টারনেটের ব্যবহার হলেও কেউ কেউ ইন্টারনেটের অপব্যবহার করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সময়ের অভিযানের তথ্যে উঠে এসেছে কৌতুহলী চিত্র। ইন্টারনেটের অপব্যবহার করছে এক শ্রেণীর তরুণ সমাজ। শিশু-কিশোর থেকে মাঝ বয়সীদের একটি শ্রেণীও ইন্টারনেটকে নিজেদের লোভ লালসা আর অবক্ষয়ের কাজে ব্যবহার করছে।


সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট বিভিন্ন কাজে আসলেও বেশিরভাগই ব্যবহার হচ্ছে সিন্ডিকেটের অনৈতিক কাজে। টিকটক, ম্যাসেঞ্জার, ইউটিউব, হোয়াটস এ্যাপ এবং ইমোসহ বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। গত কয়েক বছর যাবৎ ইন্টারনেটে ক্যাসিনো’র বিভিন্ন এ্যাপস ডাউনলোড করে রমরমা জুয়ার আসর বসিয়ে আয়ের পথ খুলেছে অনেক জুয়াড়ী। শিশু-কিশোর এমনকি তরুণ সমাজ ও মাঝবয়সীরা মেতে উঠেছে বিভিন্ন জুয়ার ওয়েব সাইটে।
র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, নগরীর আকবরশাহ্ এবং পাহাড়তলী এলাকার বিভিন্ন দোকান ও গোডাউনের ভিতরে কতিপয় জুয়াড়ী অনলাইনে জুয়া খেলে। স্মার্ট মোবাইল ও ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেটে জুয়ার ওয়েবসাইট ডাউনলোড করেই রমরমা জুয়ার আসর জমিয়ে তুলেছে বিভিন্ন সিন্ডিকেট। জুয়া খেলতে গিয়ে বিকাশের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গত ২৫ মে রাত সাড়ে নয়টার দিকে একটি চক্রকে গ্রেফতারে অভিযানে নামে র‍্যাব সেভেনের একটি টিম। এসময় নোয়াখালীর সেনবাগ উপজেলার দরবেশহাট এলাকার ঢালুয়া গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে মোঃ শাহপরানকে, ফেনীর দাগনভূঞার সেকান্তপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন, আকবরশাহ থানাধীন কৈবল্যাধাম আশ্রম এলাকার শামসুল আলমের ছেলে মোঃ মঈনুল ইসলাম এবং কর্ণেল হাট এলাকার মৃত আব্দুল মোনাফ সওদাগরের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদসহ মোট ৪ জনকে আটক করেছে র‍্যাব সেভেনের একটি দল। পরবর্তীতে আটককৃত আসামীরা অনলাইনে জুয়া খেলাসহ বিকাশে জুয়ার টাকা লেনদেনের কথা স্বীকার করে।
র‍্যাব জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোঃ শাহপরান অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন করার কথা স্বীকার করে নানা তথ্য দিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, জুয়ার কাজে ব্যবহৃত ৪টি হাই টেকনোলজির স্মার্ট ফোন, একটি ল্যাপটপ, জুয়া খেলার নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এসময় আসামীদের ব্যবহৃত মোবাইল হতে অনলাইনে জুয়া খেলার একাউন্টসহ বিভিন্ন লেখা সম্বলিত ১২ পাতার স্ক্রিনশট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার দেখানো হয়েছে পাহাড়তলী ও আকবরশাহ থানায়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ শাহপরান অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet365 এর “Sorif625” এ্যাকাউন্টস সম্পর্কিত তথ্য, আর্থিক লেনদেনের বিভিন্ন তথ্যসহ আরো জুয়া খেলার বিভিন্ন নিয়ম ও কৌশল লিখে রেখেছে। তার এ্যাকাউন্টে ভারতীয় ১ হাজার ১৬৮ রুপি জমা আছে। মোঃ জসিম উদ্দিন এর জব্দকৃত মোবাইল ফোনে “Shanaz424” এ্যাকাউন্টে ভারতীয় ১৬৩ রুপি, মঈনুল ইসলামের জব্দকৃত মোবাইল ফোন ও ল্যাপটপে “azad359”“mdliakat572” এ্যাকাউন্টে ভারতীয় ১ হাজার ৬২৯ রুপি জমা আছে এবং মোঃ আব্দুর রশিদের জব্দকৃত মোবাইল ফোনে “mdliakat572” এ্যাকাউন্টে ভারতীয় ১ জাহার ২৯ রুপি জমা আছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet365 এর , “Sorif625”Shanaz424”, “azad359”“mdliakat572” এ্যাকাউন্টের মাধ্যমে প্রদর্শিত খেলার বাজি পরিচালনা করে । দীর্ঘদিনধরে গ্রেপ্তারকৃত আসামীরা একে অপরের সহাতায় বাজির টাকা রুপিতে রূপান্তরিত করেই বাজি খেলা পরিচালনা করে আসছে। আসামীরা তাদের ব্যবহৃত বিভিন্ন বিকাশ নম্বরে জুয়ার টাকা লেনদেন করে। গ্রেপ্তারকৃত আসামীরা একে অপরের সহাতায় বিভিন্ন এ্যাকাউন্টের মাধ্যমে জুয়ার কার্যক্রম পরিচালনা করে দেশের আর্থিক ক্ষতি ও মুদ্রা পাচারের সঙ্গে জড়িত।

আরও পড়ুন